ঢাজা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে দেশি পর্যবেক্ষক মোতায়েনের আবেদন সময় বাড়াল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার পর্যবেক্ষক মোতায়েনের জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক স্বাক্ষরিত এক চিঠি থেকে রোববার এ তথ্য জানা গেছে।

চিঠিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা–২০২৫-এর ৭.১(ক) ধারার বিধান অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার পর ১০ দিনের মধ্যে—অর্থাৎ ২১ ডিসেম্বরের মধ্যে—দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোকে কোন কোন সংসদীয় আসন বা এলাকায় কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক, তা উল্লেখ করে ইসির সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

পরবর্তীতে পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন পর্যবেক্ষক মোতায়েনের আবেদনের সময়সীমা আগামী ২৯ ডিসেম্বর (সোমবার) অফিস সময় পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ইসি জানায়, নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়ার পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরবরাহ করা হবে। আর স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রদান করা হবে।

পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় অনুমোদিত পর্যবেক্ষকদের এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে দেশি পর্যবেক্ষক মোতায়েনের আবেদন সময় বাড়াল ইসি

সপ্রকাশিত হয়েছে: ০২:০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার পর্যবেক্ষক মোতায়েনের জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক স্বাক্ষরিত এক চিঠি থেকে রোববার এ তথ্য জানা গেছে।

চিঠিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা–২০২৫-এর ৭.১(ক) ধারার বিধান অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার পর ১০ দিনের মধ্যে—অর্থাৎ ২১ ডিসেম্বরের মধ্যে—দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোকে কোন কোন সংসদীয় আসন বা এলাকায় কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক, তা উল্লেখ করে ইসির সিনিয়র সচিব বরাবর লিখিত আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

পরবর্তীতে পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন পর্যবেক্ষক মোতায়েনের আবেদনের সময়সীমা আগামী ২৯ ডিসেম্বর (সোমবার) অফিস সময় পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ইসি জানায়, নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়ার পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরবরাহ করা হবে। আর স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রদান করা হবে।

পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় অনুমোদিত পর্যবেক্ষকদের এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।