রংপুর মিঠাপুকুরের জাইগীরহাট নামক এলাকার এস এ ফীডমিলের কাছাকাছি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি মিঠাপুকুর উপজেলার ৪নং ভাংনী ইউনিয়নের বেতগাড়া গ্রামের, মরহুম আব্দুর রউফের একমাত্র পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শফিকুল ইসলামের বাবা অনেক আগেই ইন্তেকাল করেছেন। কয়েক বছর আগে তার মাকেও হারিয়েছেন। ফলে তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও দুই সন্তান একেবারেই নিঃসঙ্গ হয়ে পড়েছেন।
শৈশব থেকেই অত্যন্ত বিনয়ী, পরোপকারী ও হাসিখুশি স্বভাবের জন্য বন্ধু ও আত্মীয়-স্বজনের মধ্যে জনপ্রিয় ছিলেন শফিকুল ইসলাম। স্থানীয় সমাজ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।
মরহুমের জানাজা নামাজ আজ দুপুর ২:৩০ মিনিটে বেতগাড়া হাফেজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজার সময় ৪নং ভাংনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ স্থানীয় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা।