
মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীতে পালিত হলো বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। দিবসটি পালনে সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে সকালে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সিভিল সার্জন অফিসের সন্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা কামাল, এমওসিএস ডাঃ আতাউর রহমান শেখ প্রমূখ।