• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
লালমাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  ড. শাহজাহান মজুমদার জনগণকে বিভ্রান্তি এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কবার্তা দিলেন নিহত সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্যের পদত্যাগ জাকসুর ভোট গণনা শেষ নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কার্কি সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব: বাণিজ্য উপদেষ্টা তামিম ইলেকট্রনিক্স এন্ড ফার্ণীচার -৩ এর মালিকের বিরুদ্ধে গ্রাহক ঠকানোর অভিযোগ, সাবেক সচিব কাজী মিরাজ হোসেনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

লালমাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অরুন কৃষ্ণ পাল, লালমাই প্রতিনিধি / ০ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার লালমাই থানার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৯ ইউনিয়নের মোট ১৭ টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের উপস্থিতিতে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় থানার অফিসার ইনচার্জ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মো: মুস্তাইন বিল্লাহ ফেরদৌস।

এছাড়া অন্যান্যের মধ্যে, লালমাই থানা ইনচার্জ (তদন্ত) শরীফ ইবনে আলম,পূজা উদযাপন পরিষদ লালমাই উপজেলা শাখার আহবায়ক চন্দন মজুমদার পুলক, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুমন রায় চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লালমাই উপজেলা সাধারণ সম্পাদক মানিক মজুমদার,পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক রতন দে,বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, সুরেশ সূত্রধর, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক শম্ভু রায়, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পুলিন ভৌমিক, সুভাস দাস, প্রিয় লাল সাহা প্রমুখ সভায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তৃতা করেন।

এসময় পুলিশের পক্ষ থেকে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষদের সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান। পূজার অনুষ্ঠান করার জন্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ দিন-রাত সার্বক্ষণিক কাজ করবে বলেও সভায় উল্লেখ করা হয়। এছাড়া সিসি ক্যামেরা স্থাপন,পূজার আশেপাশে মেলা বসতে না দেওয়া, দশমী দিন সন্ধ্যা ৭ টার মধ্যে বিসর্জন দেওয়া সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা