নিজের থেকে বয়সে ছোট এক হিরে ব্যবসায়ীর সঙ্গে নাম জড়িয়েছে মালাইকা অরোরার। কিন্তু এক সাক্ষাৎকারে মালাইকা বলেছেন, একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ একেবারেই পছন্দ নয়। সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। যেন সে ভালো চুমু খেতে পারে। কারণ আমি খুবই রোমান্টিক মানুষ।