উইকেটরক্ষক ঋসভ পান্তকে ফিরিয়ে এনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে ব্যাটিংয়ের সময় বলের আঘাতে পায়ের ইনজুরিতে পড়েন পান্ত। এজন্য সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে খেলতে পারেননি তিনি।
ইনজুরি থেকে সুস্থ হয়ে গত মাসের শেষ দিকে মাঠে ফিওে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেন পান্ত। চারদিনের ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে- ১৭ ও ৯০ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার। ঐ ম্যাচে ৩ উইকেটে জয় পায় ভারত।
এদিকে ইংল্যান্ড সফরে পিঠের ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে যান পেসার আকাশ দীপ। গেল মাসে প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে আবারও মাঠে ফেরেন তিনি। রঞ্জি ট্রফিতে বেঙ্গলের হয়ে তিন ম্যাচে ৭ উইকেট নেন এই ডান-হাতি পেসার।
পান্ত ও আকাশ ফেরায় সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ পড়েছেন পেসার প্রসিধ কৃষ্ণা ও উইকেটরক্ষক-ব্যাটার নারায়ণ জাগদেশান।
শুভমান গিলের নেতৃত্বাধীন দলে আরও আছেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন ও দেবদত্ত পাডিক্কল। অলরাউন্ডার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও নীতিশ রেড্ডি। পেস আক্রমণ সামলাবের মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও আকাশ।
কলকাতায় আগামী ১৪ নভেম্বর থেকে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ২২ নভেম্বর থেকে গৌহাটিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
ভারত টেস্ট দল : শুভমান গিল (অধিনায়ক), ঋসভ পান্ত (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), যশ্বসী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদিপ যাদব, আকাশ দীপ।