এরই প্রেক্ষিতে হবিগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকানে দোকানে বইছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ। নড়েচড়ে উঠেছে চেয়ারম্যান ও সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরা। অনেকেই আগাম প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। বাড়ি বাড়ি কুশল বিনিময়ও করছেন অনেকেই। প্রচার-প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানতালে চলছে। নির্বাচন কমিশনের কার্যালয় সূত্রে জানা গেছে,আগামী ডিসেম্বর মাসে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে । হবিগঞ্জ জেলায় ৯টি উপজেলায় ইউনিয়ন পরিষদ রয়েছে ৭৮টি। হবিগঞ্জ সদর ৯ টি, লাখাই ৬টি নবীগঞ্জ ১৩টি , আজমিরিগঞ্জ ৪ টি,বানিয়াচং ১৫ টি, মাধবপুর ৮টি, বাহুবল ৭টি, চুনারুঘাট ১০ টি, শায়েস্তাগঞ্জ ৩টি এখনও নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ইতিমধ্যে নির্বাচন ঘিরে ইউনিয়ন পরিষদগুলোতে প্রার্থীদের ব্যাপক দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মধ্যেমে লোক মারফতে জানা যায় । নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ এলাকার ভোটারদের মাঝে দিচ্ছেন আগাম প্রতিশ্রুতি। এছাড়াও নানা রকম কৌশল অবলম্বন করে ভোটের মাঠে নিজেদের অনুকূলে নিতে মরিয়া হয়ে উঠেছেন অনেকেই। দলীয় সমর্থন পেতে একই ইউনিয়নে একাধিক প্রার্থীর পক্ষ থেকে চলছে নানারকম তদবির, রাজনৈতিক কার্যালয়গুলোও সরগরম হয়ে উঠেছে। দলীয় সমর্থন পাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে ওইসব ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা ।