সভায় জোনায়েদ সাকি আরও বলেন, সরকার এখন দেশের নাগরিকদের গলা টিপে ধরেছে। জনগণের অধিকার নিয়ে যাঁরা কথা বলবেন, আন্দোলন করবেন, তাঁদের এই সরকার দেশের শত্রু বানিয়ে দেবে। রাষ্ট্রযন্ত্রটাকে পুরোপুরি পকেটে নিয়ে ফেলেছে তারা।
মঙ্গলবার সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্তোরাঁর মিলনায়তনে ওই আলোচনা সভা হয়। গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জোনায়েদ সাকি। তিনি বলেন, নিপীড়িত জনগণের পক্ষে গণসংহতি লড়াই করে। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, এটা মিথ্যা কথা নয় বলে উল্লেখ করেন তিনি।
বর্তমান সরকারকে এখনই পদত্যাগের আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, অন্যথায় বাংলাদেশের জনসাধারণ গণ-অভ্যুত্থান করে এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক শাহ্ মো. কায়কোবাদ। সভায় বিশেষ অতিথি ছিলেন ভাসানী ন্যাপের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দিন ও কুমিল্লা শাখার আহ্বায়ক ইমরাদ জুলকারনাইন।