শাহীন সাধারণ সম্পাদক নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ অক্টোবর রবিবার বিকেল ৫টায় হোটেল নূরজাহানের কনফারেন্স হলে ক্লাব সদস্যদের সর্ব-সম্মতিক্রমে আমাদের নতুন সময় ও দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার সদর দক্ষিণ উপজেলা সংবাদ প্রতিনিধি শাহ ফয়সাল কারীমকে সভাপতি ও অপরাধ বিচিত্রা এর সিনিয়র রিপোর্টার এবং দৈনিক বাংলা খবর এর সম্পাদক এম শাহীন আলমকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ১২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার (দ্যা বাংলাদেশ টুড্যে), সহ- সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন (দৈনিক কুমিল্লা প্রতিদিন), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাপ্পী (ভয়েজ অব বেঙ্গল), দপ্তর বিষয়ক সম্পাদক এম আর রানা (ভোরের চেতনা), অর্থ বিষয়ক সম্পাদক জায়ফুল্লাহ খন্দকার (আলোকিত সকাল), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ (চ্যানেল এ), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাজিব সাহা (দৈনিক নতুন কাগজ ও সমাজকন্ঠ), ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন বিল্লাল, শিক্ষা বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম(ভোরের কলাম), নির্বাহী সদস্য মোঃ জুয়েল (দৈনিক দেশকাল)। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, কুমিল্লা মহানগরীর ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী সাদেকুর রহমান, মহানগর যুবলীগের সদস্য দুলাল হোসেন অপু, ২২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম।