বরিশাল জেলার উজিরপুরে আসন্ন ২৮ নভেম্বর বামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনয়ন পেয়ে বিনাপ্রতিদন্ধীতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জননন্দিত চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন। উল্লেখ্য ১৪ অক্টোবর তৃতীয় ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হয়। আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হন মোঃ ইউসুব হোসেন হাওলাদার ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (চরমোনাই) চেয়ারম্যান প্রার্থী মাওঃ আসলাম খান। দুই প্রার্থী বেশ কিছু দিন তাদের নির্বাচনি প্রচার- প্রচারনায় মাঠে ছিলেন। এরপর ৪ নভেম্বর যাচাই বাছাই হয়। এতে চরমোনাই গ্রুপের চেয়ারম্যান প্রার্থী আসলাম খানের প্রার্থীতা বাতিল হয়। ১২ নভেম্বর শুক্রবার উপজেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ শেখ এর সাক্ষরিত বিনা প্রতিদন্ধীতায় আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউসুব হোসেন হাওলাদার নির্বাচিত হয় । তিনি বামরাইল ইউনিয়ন পরিষদে এই তৃতীয় বারের মত ইউসুব হোসেন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উজ্জিবিত হয়ে উল্লাসে মেতে উঠেছে। সাক্ষরিত কপি পেয়ে নবনির্বাচিত আওয়ামী লীগের চেয়ারম্যান ইউসুব হোসেন হাওলাদার দলিয় হাই কমান্ডের সকল নেতাকর্মীদের কাছে সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।