সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্দ্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব দুস্থ,অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর এর বাস ভবনে এই খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মন্জুরুল আলম রাজিব ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ফখরুল আলম সমর উপস্থিত থেকে এই কার্যক্রম সম্পন্ন করেন। নিজস্ব অর্থায়নে অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।
এ সময় ফখরুল আলম সমর বলেন ১৯৭৫ সালের ১৫আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করা হয়।তার শিশু পুত্র শেখ রাসেল কেও খুনিরা ছাড় দেয় নাই,তিনি ১৫আগষ্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের এবং তার পিতা ওয়াসিল উদ্দিন এর আত্মার মাগফিরাত কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।পরিশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি, ইমতিয়াজ সুমন, মনির হোসেন, সাইদুল ইসলাম, আবির মাসুম সহ আরো অনেকেই।