কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার কাহালু কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে মেহেদী হাসান রাজিব চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপরদিকে এই নির্বাচনে সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সদস্য পদে আইয়ুব আলী, মোঃ খোরশেদ আলম, মোঃ ময়েজ উদ্দিন, মোঃ শাহাদত আলী, মোঃ আফজাল হোসেন ও মোঃ আঃ হান্নান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। নির্বাচনে চেয়াম্যান পদে দুজন প্রতিদ্বন্দিতা করেন। তাদের মধ্যে মেহেদী হাসান রাজিব চেয়ার প্রতিকে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি কামাল উদ্দিন কবিরাজ ছাতা প্রতিকে ভোট পেয়েছেন ১৮ টি। নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।