জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন বাংলা (JUAAB) আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আগামীকাল ১৮ নভেম্বর শনিবার বিকাল ৩টায় ফ্যামিলি ওয়ার্ল্ড আসাদ গেট ঢাকায় বিশিষ্ট ভাষাবিজ্ঞানী অধ্যাপক মহাম্মদ দানীউল হক স্যারের সদ্যপ্রয়াণে বিভাগীয় অ্যালামনাইগণ প্রিয়শিক্ষক লেখক-অধ্যাপক দানীউল হককে স্মরণপূর্বক এই মহতী আয়োজন করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম। সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর;
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. শেখ মোঃ মনজুরুল হক; উপ-উপাচার্য শিক্ষা (জাবি) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ; রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী।
সকল অ্যালামনাইয়ের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন আয়োজক সংগঠন।