• শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ : রাত দেড়টা পর্যন্ত অবরুদ্ধ নুর দুইবার হজের ফ্লাইট মিস করা সেই আমের গাদ্দাফির মৃত্যু খবর ভাইরাল ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক অধ্যাপক ইউনূসের কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ ভারতে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ, সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বাংলাদেশ ঢোলারহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নেই স্কুল, দূরে যেতে অনীহা কোমলমতি শিশুদের লক্ষ্মীপুরে ইমাম মিলন হত্যায় অভিযুক্তদের শাস্তির দাবিতে জাতীয় ইমাম সমিতির সংবাদ সম্মেলন ডিমলা থানায় ধর্ষণের চেষ্টা মামলার অভিযোগ না নেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  সাতকানিয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণের পর যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার কোরবানির পর হজমশক্তি বাড়াতে যেসব খাবার খাবেন

আজ থেকে স্বাধীনতা দিবসে ঢাকা- ভৈরব রুটে নতুন ট্রেন চালু হয়েছে

অনলাইন ডেস্ক / ৬৯ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

স্বাধীনতা দিবসে ঢাকা-ভৈরব বাজার রুটে নতুন ট্রেন চালু হয়েছে। আজ ভোর ৬.৪৫ মিনিটে কিশোরগঞ্জের ভৈরব বাজার জাংশন স্টেশন থেকে ‘নরসিংদী কমিউটার ট্রেন-১’ যাত্রা শুরু করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের সহকারী যন্ত্র প্রকৌশলী রেজাউল ইসলাম, ট্র্যাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি প্রমুখ।

‘নরসিংদী কমিউটার ট্রেন-১’ আজ ভোর ৬.৪৫ মিনিটে ভৈরব বাজার জাংশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা করে সকাল সাড়ে ৯ টায় কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এসময় নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ‘নরসিংদী কমিউটার -১’ ট্রেনটি প্রতিদিন ভোর ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে সকাল ৯টা ৫ মিনিটে কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে। ‘নরসিংদী কমিউটার-৪’ সন্ধ্যা সাড়ে ৬টায় কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।

ট্রেন দুটি পথিমধ্যে দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গি, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে। কমিউটার ট্রেন দু’টির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে। ট্রেনে ১১টি বগি রয়েছে। এর মধ্যে মহিলাদের জন্য ১টি বগি সংরক্ষিত আছে। ট্রেনটিতে ৬৫২ টি সিট রয়েছে। তবে দাঁড়িয়ে দেড় হাজার যাত্রী ভ্রমণ করতে পারবেন। ট্রেনে নামাযের জন্য নির্ধারিত জায়গা ও ওযুর ব্যবস্থা রয়েছে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বাসসকে বলেন, ভৈরব ও নরসিংদীবাসীর দীর্ঘ দিনের দাবি আজ পূরণ হলো। এই ট্রেন চালু হওয়ার পর এ অঞ্চলের মানুষ ঢাকায় দিনের কাজ শেষ করে সেদিনেই বাড়ি ফিরতে পারবেন। এছাড়া শহরে ব্যবসা বাণিজ্য ও স্থানীয় কৃষিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভৈরব বাজার জাংশন স্টেশন মাস্টার ইউসুফ জানান, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। এখন ঢাকার সাথে যোগাযোগ আরো সহজ হলো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা