শনিবার( ১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা ৫ মিনিট হতে সকাল ১২টা ১০ মিনিট পর্যন্ত মানিকগঞ্জ সদর থানা এলাকায়, অভিযান চালিয়ে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৫জন সদস্যের কাছ থেকে ৭ টি চোরাই মোবাইল ফোন সহ তাদেরকে আটক করেন র্যাব-৪ সিপিসি-৩, মানিকগঞ্জ।
আটককৃতরা হলেন, আনোয়ার হোসেন(২৯), লিটন মিয়া (২৫) সাইফুল ইসলাম (৩৮) রনি মিয়া (২৬) ও খাজা মিয়া (২৬)
দ্বিতীয় অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন ক্রয়- বিক্রয় চক্রের ৪ জন সদস্যকে ০৫ টি চোরাই মোবাইল ফোন সহ আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- লাল মিয়া (৩২) শাহিন মোল্লা (৪৩) মনির হোসেন (৪০) আবুল (৩৫)
জানা যায়,আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মানিকগঞ্জ সদর থানা এবং পাটুরিয়া ঘাট এলাকায় মোবাইল ফোন ছিনতাই করে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানা ও শিবালয় থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন, কোম্পানি কমান্ডার লেঃ আরিফ,সিপিসি৩ মানিকগঞ্জ।