• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ধানমন্ডির ৩২-এর ঘটনা জনমনে ক্রোধের বহিঃপ্রকাশ : অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের ১৪ নাগরিককে একুশে পদক- ২০২৫ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। হাসিনার বিদেশ ভ্রমণ ও ডক্টরেট ডিগ্রি পাওয়ার পেছনে ‘অর্থ অপচয়’ অনুসন্ধানে দুদক বাটপার সিটারদের জন্ম এই গাজীপুরের মাঠিতে হবে না ইনশাআল্লাহ”-তানভীর সিরাজ বাসন থানার মধ্যে রংবাজি ও চাঁদাবাজদের জায়গা হবে না”- তানভীর সিরাজ ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটলেও চূড়ান্ত বিজয় এখনও আসেনি: হাসনাত বিএসএফ-নওগাঁর সাপাহার সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চতে আমরা বদ্ধ পরিকর : প্রধান বিচারপতি ইন্টারপোলের দ্রুতই রেড নোটিশ জারি হবে: আইজিপি বাগেরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার

অনেক মাধ্যমের ত্রয়ী

অনলাইন ডেস্ক / ৪৮৯ Time View
Update : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

আরজে ত্রয়ী নামেই তার পরিচয়। রেডিও ধ্বনিসহ বেশকিছু এফএম-এ কাজ করেছেন। এছাড়াও উপস্থাপনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা। বর্তমান কাজ সম্পর্কে জানতে চাইলে ত্রয়ী বলেন, ‘করোনার পরে সবারই ক্যারিয়ার নতুনভাবে সাজানো হচ্ছে। সেক্ষেত্রে আমিও নতুন কোনো স্টেশনে কাজ শুরু করছি। কিছু অনুষ্ঠানের স্ক্রিপ্ট, নাটক লেখার কাজও করছি।’

এই সময়ের মিডিয়ায় কাজের পরিবেশ প্রসঙ্গে ত্রয়ী বলেন, ‘আমার কাছে মনে হয়, এখনকার কাজের ক্ষেত্রে পরস্পরের পরিচিতিটা বেশি কাজে দিচ্ছে, কারো মেধা থাকলেও হয়তো যোগাযোগ নেই বলে প্লাটফর্ম পাচ্ছে না। আমি মনে করি, চ্যানেল বা এফ এম-এর উচ্চপদস্থদের এই বিষয়ে আরেকটু সচেতন হলে অনেক মেধাবীরাই কাজের সুযোগ পাবে।’

দেশের গুণী সংগীত শিল্পী শাওনকে নিয়ে তাদের সুখের, সুরের সংসার। ত্রয়ী বলেন, ‘দুজনই স্ট্রাগল করছি। এই শিল্পের সঙ্গে বেঁচে থাকার। দেখা যাক কতটুকু পারি। তবে নিজের কাজের কোয়ালিটির ক্ষেত্রে কখনো ছাড় দিতে রাজি নই আমি।’

উল্লেখ্য, মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কাজ করলেও সম্প্রতি জুয়েল মোর্শেদের একটি গান লিখে বেশ আলোচিত ত্রয়ী। গান লেখার কাজটি নিয়মিত করে যেতে চান কি-না এমন প্রশ্নে ত্রয়ী বলেন, ‘ঐটা হুট করেই একটা নাটকের জন্য লেখা। মুড এলে লিখবো হয়তো। তবে আমার ফোকাস এখন নিজের ক্যারিয়ারকে শক্ত একটা জায়গায় প্রতিষ্ঠিত করা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা